সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে এক কোটিরও অধিক মূল্যের ভারতীয় পেঁয়াজসহ আটক ৮

Stuff
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ
সুনামগঞ্জে এক কোটিরও অধিক মূল্যের ভারতীয় পেঁয়াজসহ আটক ৮

আওয়াজ ডেস্ক:: সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি (৪৫ মেট্রিক টন) ভারতীয় পেঁয়াজসহ আটজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ছয়টি ট্রাক ও একটি পিকআপে করে ৪৫ টন ভারতীয় পেঁয়াজ আনা হচ্ছিল। সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এসব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ জব্দ করে। পরে এরসঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।