সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

মোবাইলে দেখা যাচ্ছে  ইধিকা পাল ও শাকিবের ‘প্রিয়তমা’

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২৩, ০২:১৮ অপরাহ্ণ
মোবাইলে দেখা যাচ্ছে  ইধিকা পাল ও শাকিবের ‘প্রিয়তমা’

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ এখনও দেশ-বিদেশ কাঁপিয়ে যাচ্ছে। পাশাপাশি এটি দেখা যাচ্ছে ব্যক্তিগত পিসি বা মোবাইল ফোনেও। ওটিটি প্লাটফর্মে বায়স্কোপে স্ট্রিমিং হচ্ছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ছবিটি।

এক ফেসবুক পোস্টে বায়স্কোপ নিশ্চিত করেছে,  আজ (২২ আগস্ট) মোবাইল, ওয়েবসাইট ও টিভি-তে ‘প্রিয়তমা’ দেখা যাচ্ছে। তবে এ জন্য দর্শকদের গুণতে হবে মাত্র ১৮ টাকা।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন প্রমুখ।

এরমধ্যে  সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দেশের প্রেক্ষাগৃহে। দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও সাফল্যের সঙ্গে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’।