সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

নরসিংদীতে দুই ট্রাকের সংঘর্ষে সুনামগঞ্জের ট্রাক ড্রাইভার নিহত আহত ২ 

Stuff
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ণ
নরসিংদীতে দুই ট্রাকের সংঘর্ষে সুনামগঞ্জের ট্রাক ড্রাইভার নিহত আহত ২ 

আওয়াজ ডেস্ক:: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নারায়ণপুর এলাকার জাঙ্গুয়া নোয়াকান্দি বাজারের পাশের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

ফায়জুর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সোয়াব আলী ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে রডবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জঙ্গুয়া-নোয়াকান্দিতে ট্রাকটি পৌঁছালে পেছন থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে দুটি ট্রাক রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিমেন্টবোঝাই ট্রাকের চালকের মৃত্যু হয় এবং দুটি ট্রাকে থাকা সহকারী ও আরেক ট্রাকচালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

বেলাব থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘ঘটনা খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। একজন ট্রাকচালক নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’