সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক: সারজিস

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪, ০৫:০৫ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক: সারজিস

আওয়াজ ডেস্ক: এইচএসসি বা সমমানের পরীক্ষা বাতিল চেয়েছে তারা মেধার মূল্যায়ন করে না। প‌রিক্ষা নেয়া উ‌চিত ছিল। এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক। এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (২০ আগস্ট) রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেক সংগঠন প্রথম দিনই লংমার্চ কর্মসূচি দিয়েছে। এটি যৌক্তিক নয়। তারা সরকার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগাযোগ করে এমন কর্মসূচি দিলে বিষয়টি যৌক্তিক হতো। তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। তারা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ কোনো কর্মসূচী দিয়ে অপ্রত্যাশিত কোনো অবস্থায় পড়লে আমারা সহযোগিতা করবো না।

তিনি আরও বলেন, সরকারকে সময় দেয়া উচিত। আগামী একবছরের মধ্যে আমরা ক্ষতগুলো সারিয়ে নতুন পথের দিকে যেতে পারবো। অনেকে অযৌক্তিক দাবিতে রাস্তায় নেমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

 

For more information

আরো দেখুন|

Summary
এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক: সারজিস
Article Name
এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক: সারজিস
Description
এইচএসসি বা সমমানের পরীক্ষা বাতিল চেয়েছে তারা মেধার মূল্যায়ন করে না। প‌রিক্ষা নেয়া উ‌চিত ছিল। এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo