সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

‘পদ আছে নাকি গেছে’, ইশারায় সাকিব যা বোঝালেন

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪, ০৫:১১ অপরাহ্ণ
‘পদ আছে নাকি গেছে’, ইশারায় সাকিব যা বোঝালেন

আওয়াজ ডেস্ক: সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান যা নিয়ে তীব্র সমালোচনায় পড়তে হয়েছে তাকে যদিও সেই সমালোচনা খুব একটা গায়ে মাখেননি তিনি তবে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় সংসদ সদস্য হিসেবে অকার্যকর হয়ে পড়েছেন সাকিব

প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর কানাডায় গ্লোবাল টিটোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলতে নামেন সাকিব। সেখানেই সাকিবকে প্রশ্ন করে বসে মাঠে খেলা দেখতে যাওয়া এক ভক্ত। তিনি মাঠে থাকা সাকিবকে জিজ্ঞাসা করেন, ‘সাকিব ভাই, পদ আছে নাকি গেছে গ্যা?’ ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সাকিব হাত নেড়ে ইশারায় কিছু একটা বোঝাচ্ছেন। যার মানে অনেকটা এমন, ‘পদ গেছে!’

অবশ্য আওয়ামী লীগ ক্ষমতা হারালেও নির্ভার সাকিব। সরকার পতনের পরই চলতি গ্লোবাল টিটোয়েন্টি লিগে জ্বলে উঠেছেন সাকিব। ব্যাটে বলে পারফর্ম করে হয়েছেন ম্যাচসেরা। ব্যাট হাতে ৩৬ রানের সঙ্গে বোলিংয়ে উইকেট ফিল্ডিংয়ে ২টি ক্যাচ নিয়েছেন তিনি

যদিও দেশে আন্দোলনকারীদের রোষানলে পুড়ছেন তিনি। কেননা, কদিন আগেই গ্লোবাল টিটোয়েন্টি লিগে আন্দোলনকারীদের সমর্থন না দেওয়ায় ভক্তের প্রশ্নের মুখে পড়েন সাকিব। পরে ওই ভক্তকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সাকিব জানতে চান, ‘আপনি দেশের জন্য কী করেছেন?’ যার জেরে দেশে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। সেই ক্ষোভেই প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর মাগুরায় সাকিবের রাজনৈতিক কার্য়ালয় পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

For more information

আরো দেখুন|

Summary
‘পদ আছে নাকি গেছে’, ইশারায় সাকিব যা বোঝালেন
Article Name
‘পদ আছে নাকি গেছে’, ইশারায় সাকিব যা বোঝালেন
Description
সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান। যা নিয়ে তীব্র সমালোচনায় পড়তে হয়েছে তাকে। যদিও সেই...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo