আওয়াজ ডেস্ক: সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) যৌথ বিবৃতিতে বলেন, হত্যা–নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না। ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে বিভিন্ন শ্রেণি–পেশার হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে।
সরকারের বিরুদ্ধে গণরায় ঘোষণা করেছে। এটি উপেক্ষা করার পরিণাম হবে ভয়াবহ। তাই আর কালবিলম্ব না করে সরকারকে পদত্যাগ করে গণরায় মেনে নিতে হবে।
পাশাপাশি চলমান সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিবৃতিতে স্বৈরাচারী ব্যবস্থার অবসান ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
‘গণরায়’ মেনে সরকারকে পদত্যাগের আহ্বান সিপিবির
Description
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) যৌথ বিবৃতিতে বলেন, হত্যা–নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না। ভয়ভীতি...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo