সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব আহমদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার ১০ জুলাই রাতে রাজধানী মক্কা সরাইয়া রাশিয়াদা এ দুর্ঘটনা ঘটে।
মো. সাকিব আহমদ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামোর মোতালেব মিয়ার ছোট ছেলে। সে সৌদি আরবের ওই এলাকাতে রিসোর্টে কাজ করত।
এই বিষয় চাচাতো ভাই লিটন তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সৌদি কফিল ফোনে আমাদেরকে জানান সর্ট সার্কিটে মো. সাকিব আহমদ নিহত তবে দেশে লাশ পাঠানোর জন্য মো. সাকিব আহমদের কফিল ব্যবস্থা গ্রহন করছেন বলে জানান।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
সৌদিআরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমলগঞ্জের যুবক নিহত
Description
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব আহমদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বুধবার ১০ জুলাই রাতে রাজধানী.....
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo