সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নড়াইলে মাশরাফি ও আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ণ
নড়াইলে মাশরাফি ও আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

আওয়াজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরের পর নড়াইলে বিজয়োল্লাসে নামে সাধারণ মানুষ। আজ সোমবার বিকেলে শহরের চৌরাস্তায় বিজয়োৎসবের পর তাঁরা মহিষখোলায় অবস্থিত জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। কিছু সময় পর বাড়িতে আগুন দেওয়া হয়।

মাশরাফির বাড়ির পশ্চিম পাশে অবস্থিত নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের বাড়িতে একই তাণ্ডব চলে। পরে শহরের টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়।

এদিকে বিকেল সাড়ে চারটার দিকে শহরের কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খানের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে দুটি প্রাইভেট কার পুড়ে যায়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Summary
নড়াইলে মাশরাফি ও আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ
Article Name
নড়াইলে মাশরাফি ও আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ
Description
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরের পর নড়াইলে বিজয়োল্লাসে নামে সাধারণ মানুষ। আজ সোমবার বিকেলে শহরের চৌরাস্তায়...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo