সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আজ বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ
আজ বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

আওয়াজ ডেস্ক: আজ  সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  মঙ্গলবার (৬ আগস্ট) বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন  না কি সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে ভার্চুয়ালিই উপস্থিত থাকবেন তিনি।

এতে বলা হয়, তারেক রহমান ছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা। সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

For more information

আরো দেখুন|

Summary
আজ বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান
Article Name
আজ বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান
Description
আজ  সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo