আওয়াজ ডেস্ক:: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, সামনের দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে কোনো সমঝোতা না হলে, যেসব দলই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তাদের নিয়েই তারা নির্বাচন করবেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করা নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয়। আমরা সংবিধান অনুযায়ী এগিয়ে যাচ্ছি। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করব। রাজনৈতিক সমঝোতা আমাদের জন্য বড় বিষয় নয়।’
রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কোনো উদ্যোগ নেই।
তিনি বলেন, ‘ইসি যদি কোনো সংলাপের আয়োজনের কোনো উদ্যোগ নেয়, তাহলে তা জানানো হবে। আমরা আস্থার জায়গা নিয়ে কাজ করছি। তাদের (বর্জনকারীদের) আত্মবিশ্বাস ও মানসিকতা গড়ে তোলা তাদের প্রয়োজন।’
সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো ভুল করেছি? কোনো আইন লঙ্ঘন করেছি? আমরা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা ক্রমাগত এজন্য চেষ্টা করছি।’
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সমর্থনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা নিতে হবে। তাদের (সরকার) সমর্থন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘সরকারও চায় একটি সুষ্ঠু নির্বাচন। আমরা এতে বিশ্বাস করি। তবে আমরা পারব কি না, তা এখনই বলা যাবে না। আমরা আমাদের মতো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।