বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের গুলশানের বাসায় রোববার আয়োজিত ইফতারে যোগ দিয়েছেন কয়েকটি দেশের কূটনীতিকেরা। জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি ইফতারে অংশ নেন বলে বিএনপির মিডিয়া উইংয়ের এক বার্তায় জানানো হয়েছে।
এ ছাড়া চীনের উপরাষ্ট্রদূত ইয়ান হুয়ালং এবং চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব গু ঝিকিন ইফতারে অংশ নেন। বার্তায় বলা হয়েছে, জার্মান ও সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন মঈন খান।