আওয়াজ ডেস্ক:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নির্বাচনী পরবর্তী ইগল ও নৌকা পথিকের সমর্থনদের মাঝে সহিংসতায় আহত অর্ধ শতাধিক।
আজ বুধবার (১০ জানু) উপজেলা পরিষদের পাশে মুরাদপুর ও মাছিমপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এই সহিংসতা হয়।
সকাল থেকে দাওয়া পাল্টা দাওয়া হয় এক পর্যায়ে সংঘর্ষ বাদে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩৩ জন কে রেফার্ড করা হয়, ৭ জন কে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ও ১ জন বর্তমানে ভর্তি আছে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা আবু সালেহীন খান।
দোয়ারাবাজার থানার ওসি তদন্ত সামছ উদ্দিন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।