সিলেট ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আব্দুন নূর চেয়ারম্যান প্রাথমিক মেধা বৃত্তি’র ফরম বিতরণ শুরু

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ণ
আব্দুন নূর চেয়ারম্যান প্রাথমিক মেধা বৃত্তি’র ফরম বিতরণ শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ- রাজনীতিবিদ মরহুম আব্দুন নূর স্মরণে প্রথমবারের মতো আয়োজিত “আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি” ২০২৪ পরীক্ষার ফরম বিতরণ ২১ নভেম্বর সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে শান্তিগজ্ঞে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভার বিরতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সেলিম খানের সভাপতিত্বে আলোচনার শুরুতে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার আয়োজক কমিটির নির্বাহী পরিচালক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ। তিনি উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্নের অনুরোধ জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মোঃ সালেহ আহমেদ, আশীষ কুমার চক্রবর্তী, রাজীব রায়, মানিক লাল চক্রবর্তী প্রমূখ।
শিক্ষকরা বৃত্তি আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। এটি খুবই সময়োপযোগী ও শিক্ষার্থীদের জন কল্যানকর উল্লেখ করে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষা অফিসার সেলিম খান তাঁর বক্তব্যে বৃত্তি আয়োজনে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের প্রতিযোগিতা হবে উল্লেখ করে প্রতিটি স্কুল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করার জন্য প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, শান্তিগজ্ঞ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও / কিন্ডারগার্টেন ও এবতেদায়ীর ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছ সোমবার ফরম সরবরাহ করা হয়েছে। স্কুল থেকে ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া শান্তিগজ্ঞ বাজারের আদর্শ লাইব্রেরী, ফরচুন স্টেশনারি, পাগলা বাজারের বন্ধু লাইব্রেরী এবং প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তীর (মোবা: ০১৭১৪ ৫০৭৭৫৫) কাছ থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর শনিবার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষার দিন সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত প্রবেশপ্রত্র বিতরণ করা হবে। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে।
পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি’ প্রকল্পের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদের (মোবা: ০১৭১১১ ৫৬৭৮৯) সাথে যোগাযোগ করতে পারবেন।

 

For more information

আরো দেখুন|