আওয়াজ ডেস্ক:: শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সুপ্রীমকোর্ট মাজার জামে মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী আজ সন্ধ্যায় মৌলভীবাজারে এক সড়ক দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়ে অনেক শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভীড় করেছেন।
অধ্যাপক মাও. আহমদ হাসান শাহান সাহেবের ছোট ভাই মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান জানান, বর্তমানে সকলের দু’আয় তিনি ভালো আছেন, তাঁর এখন পুরোপুরি বিশ্রামের প্রয়োজন। অনেকে হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালে ভীড় না করে উনার জন্যে দু’আ করার অনুরোধ রইলো।