সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (পূর্বতন: ভিটিআই) শতবর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও শতবর্ষ উদযাপন লগো সংবলিত ক্রেস্ট প্রদান করেছেন।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নগর ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শতবর্ষ উদযাপন পরিষদের কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবগত করে তাঁর পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং মেয়রকে সম্মান পূর্বক শতবর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ হারুনুর রশিদ চিশতি, সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, সহ-সভাপতি এডভোকেট আবু সালেহ চৌধুরী, আ.স.ম জাকারিয়া জনি, আরিফ আহমেদ আসিফ, হাবিবুর রশিদ জনি, সেচ্ছাসেবক সাজ্জাদ বিন আব্দুল হামিদ, কামরান আহমেদ, রুহেনা আক্তার নিসু, আতিকা আক্তার সাথী, সোনিয়া আক্তার শিল্পী, তানজিনা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি;