সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পোয়েটস ক্লাব এর অবস্থান কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত

Stuff
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ
জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পোয়েটস ক্লাব এর অবস্থান কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত

আওয়াজ প্রতিবেদক:: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা এবং সিলেট জেলা সভাপতি কমরেড সিকন্দর আলী বলেছেন, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় মহান জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত অবস্থান কর্মসূচি ও পথসভায় প্রধান আলোচকের বক্তব্যে কমরেড সিকন্দর আলী বাংলাদেশ পোয়েটস ক্লাব এর প্রতিপাদ্য বিষয়ে জোরালো সমর্থন ব্যক্ত করেন।

বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেটে জেলা সভাপতি কবি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।বিশেষ আলোচকের বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক কলামিস্ট কলম সৈনিক লিয়াকত আলী খান, বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি মাসুদ রানা চৌধুরী। এতে আরোও অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক জালাল জয়, শিক্ষক নাসরিন সুলতানা, কবি কুবাদ চৌধুরী প্রমুখ।