এর আগে অবশ্য খবর আসে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা দুইটায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। তবে দুইটায় সেনাবাহিনীর প্রধান বক্তব্য দেননি। দিয়েছেন চারটায়।
এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ছেড়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর অলিগলি থেকে সড়কে বেরিয়ে মানুষ স্লোগান দিতে থাকে। বেলা সাড়ে তিনটায় সরেজিমন দেখা যায়, সড়ক থেকে দলে দলে মানুষ চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় জড়ো হচ্ছিল। তারা স্লোগান দেয়। এই নিউমার্কেট মোড়েই গতকাল রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।