সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি ও মাখোঁর সাথে ছবি আমাদের ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতির সঙ্গে যায় না

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফরাসি প্রধানমন্ত্রী মাখোঁর ছবি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তোলা সেলফি বাংলাদেশের ধর্মীয় ও সংস্কৃতির মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি ও মাখোঁর সাথে ছবি আমাদের ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতির সঙ্গে যায় না, আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। ক্ষমতা ও কর্তৃত্ববাদী শাসনের স্বার্থে এমন কার্যক্রম করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরের বন্দরবাজারে সিলেট মহানগর বিএনপির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে গত ছয় মাসে ২৪ জন শহীদ হয়েছে। বিএনপির ধারাবাহিক কর্মসূচি সফল হয়েছে বলেই সরকার বিদেশী শক্তির কাছে ধর্না দিচ্ছে।

সরকার ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের চরম উদাসীনতার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।