আওয়াজ ডেস্ক: ২০১২ সালে নিখোঁজ হয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তাঁর খোঁজ মিলেনি। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর মুক্তি দাবী করেছেন তাঁর সহধমির্ণী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে এক স্ট্যাটাসে তিনি এই দাবী করেন।
স্ট্যাটাসে তিনি বলেন– ‘আমার স্বামীকে ফেরত দিন। আয়নাঘর থেকে অনেকে ফেরত আসছে। দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমরা আর কিছুই চাই না।’
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক, প্রভাবশালী রাজনীতিবীদ এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। হোটেল রূপসী বাংলায় আড্ডা শেষে বাসায় ফিরছিলেন তারা। মধ্যরাতে কে বা কারা গাড়িচালক আনসারসহ উঠিয়ে নেয় তাকে।
পরদিন মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামন থেকে পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই শুরু হয় দুই পরিবারের অনন্ত অপেক্ষা। একে একে ভেস্তে যায় উদ্ধার–আন্দোলনের সকল প্রক্রিয়া। থমকে যায় আইন–শৃঙ্খলা বাহিনীর উদ্ধার তৎপরতাও।
শুরু থেকেই আইন–শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের শীর্ষ ব্যক্তিদের কাছে ধর্ণা দেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্বামীকে অবৈধ ভাবে আটকে রেখেছে দাবি করে, হাইকোর্টে রিট পিটিশনও দায়ের করেন তিনি। হাইকোটের আদেশ চান তার স্বামীকে হাজির করার।
পরে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জানায়, নিখোঁজ এ দু’জনকে তারা তুলে নেয়নি। এভাবেই অমীমাংসিত থেকে যায় ‘ইলিয়াস অন্তর্ধান রহস্য।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
সরকার পদত্যাগের পর ইলিয়াস আলীর মুক্তির দাবী: লুনা
Description
২০১২ সালে নিখোঁজ হয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তাঁর খোঁজ মিলেনি। শেখ হাসিনার পদত্যাগ করে...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo