সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪, ০২:০৪ অপরাহ্ণ
বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো

আওয়াজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগোসহ সব পরিবর্তন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের যতখানি না দোষ, তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে। তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে। এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব। পুলিশ সদস্যেরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, এখন থেকে তারা ঠিকমতো কাজ করবেন। এর আগে বিকেলে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি। ছাত্ররা আমাকে বলেছে, পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।

বৈঠকে পুলিশ সদস্যদের কর্মবিরতি প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়। আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান জানান, সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলেন তারা, সেসবের অধিকাংশই মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে তাদের। এ জন্য কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন তারা। আর সবাই শিগগিরই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন বলেও জানান তারা।

পুলিশের এই দুই কর্মকর্তা বলেন, বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। এ সময় পুলিশের দাবিগুলোর অধিকাংশই মেনে নেয়ার কথা হয়েছে। জানানো হয়েছে শিগগিরই পুলিশের পোশাক পরিবর্তন করা হবে। এছাড়া পুলিশ নিয়ে একটি স্বাধীন কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত এসেছে।

এদিকে এদিন বৈঠকে পুলিশর ১১ দফা দাবির কয়েকটি অল্প সময়ের পূরণ করার আশ্বাস দেয়া হয়েছে। অন্য দাবিগুলো দীর্ঘ মেয়াদে পূরণ করা হবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের ওপর এখন থেকে কোনো ধরনের হামলা চালানো যাবে না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেটি জানাতে হবে।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

For more information

আরো দেখুন|

Summary
বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো
Article Name
বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো
Description
বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগোসহ সব পরিবর্তন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo