১৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুলিশ বাদী হয়ে করা ৩৪ মামলার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মামলাগুলোর এজাহারের শেষাংশে বর্ণনা প্রায় একই রকম। তাতে বলা হয়, বিএনপি ও জামায়াত এবং তাদের অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে সন্ত্রাসী অথবা দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে। নিহতের ঘটনা ঘটেছে কোটাবিরোধী আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের গুলিতে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রথম মানুষ নিহত হন ১৬ জুলাই। ওই দিন কেবল নিউমার্কেট এলাকায় দুজন নিহত হন। তাঁদের একজন হকার শাহজাহান আলী। তাঁর মা আয়েশা বেগমকে বাদী করে নিউমার্কেট থানায় ১৭ জুলাই হত্যা মামলা হয়। ওই মামলায় ১৪ আগস্ট গ্রেপ্তার দেখানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। একই মামলায় ১৭ আগস্ট গ্রেপ্তার দেখানো হয় সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তিনজনকেই এ মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
অথচ শাহজাহান আলী হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, কোটাবিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারীরা, জামায়াত-শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা এক হয়ে অতর্কিতভাবে হকার শাহজাহান আলীর ওপর আক্রমণ করে। গুরুতর জখম অবস্থায় শাহজাহান আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এ মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়ার তিন দিন পর ১৭ আগস্ট আদালতে একটি সংশোধনী এজাহার জমা দেয় নিউমার্কেট থানা-পুলিশ। তাতে বলা হয়, মামলার বাদী আয়েশা বেগম পুত্রশোকে কাতর ছিলেন। যে কারণে আগে তাঁর দায়ের করা মামলার এজাহারে ভুলবশত আসামি হিসেবে বিএনপি, জামায়াত ও শিবিরের নাম উল্লেখ করেছেন। পরে তিনি মামলার আসামি হিসেবে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের কথা উল্লেখ করে সংশোধিত এজাহার দিয়েছেন। তাতে বলেছেন, তাঁর ছেলে শাহজাহান আলী অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আক্রমণে রক্তাক্ত জখম হয়। দুষ্কৃতকারীদের গুলিতে তাঁর নাকের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়।
মামলার বিষয়ে জানতে চাইলে আয়েশা বেগম ১৯ আগস্ট বলেন, তাঁর ছেলেকে সরকারি লোকজন গুলি করে মেরেছে। কখনো তিনি বলেননি, তাঁর ছেলের হত্যায় বিএনপি, জামায়াত কিংবা কোটাবিরোধীরা জড়িত। তিনি এমন অভিযোগে কোনো এজাহারও দেননি।আয়েশার স্বামী ইমাম হোসেনের ভাষ্য, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হওয়ার পর মামলার এজাহারের অনুলিপি সংগ্রহ করার পর জানতে পারেন, আসামির তালিকায় বিএনপি-জামায়াতের নাম উল্লেখ করা হয়েছে। তখন তিনি পুলিশের কাছে জানতে চান, মামলায় বিএনপি-জামায়াতের নাম কীভাবে এল। পরে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের নাম উল্লেখ করে আয়েশা সংশোধিত এজাহার জমা দেন বলে জানান ইমাম হোসেন।
মামলায় আসামি করা হয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের। কিন্তু আওয়ামী লীগের নেতাদের কেন গ্রেপ্তার করা হলো—জানতে চাইলে তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক সজীব মিয়া বলেন, ‘মামলায় যা-ই থাকুক, তদন্তে পেয়েছি বলে সাবেক আইনমন্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছি।’
এই তিনজনকে গত শনিবার নিউমার্কেট থানার সবুজ আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। ছাত্রলীগের কর্মী ঢাকা কলেজের ছাত্র সবুজ আলীর প্রথম জানাজা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাতে দলটির নেতা-কর্মীরা অংশ নেন।
তবে গত শনিবার এ মামলায় আদালতে দেওয়া রিমান্ডের আবেদনে পুলিশ বলেছে, সবুজ আলী হত্যাকাণ্ডে উসকানিদাতা ও হুকুমদাতা ছিলেন আনিসুল হক, সালমান এফ রহমান ও জিয়াউল আহসান।
ফৌজদারি আইনজ্ঞ এহসানুল হক সমাজী বলেন, এজাহারে যদি ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত ও কোটাবিরোধীরা জড়িত বলে উল্লেখ করা হয়, আর গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের; তাতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এর আইনগত সুবিধা পাবেন গ্রেপ্তারকৃতরা।