আওয়াজ ডেস্ক: মাত্র ২১০ দিন ও ৪৭ কার্যদিবসেই সমাপ্তি ঘটল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের। এই অধিবেশন শুরু হয়েছিল গত ৩০ জানুয়ারি (মঙ্গলবার)। আরেক মঙ্গলবার ৬ আগস্ট ২০২৪ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ১২তম জাতীয় সংসদ।
এর আগে ষষ্ঠ জাতীয় সংসদের মেয়াদকাল ছিল মাত্র ১১ দিন। সেই হিসাবে দ্বিতীয় সর্বনিম্ন মাত্র ২১০ দিন বা ৬ মাস ২৮ দিনেই সমাপ্তি ঘটল আলোচিত এই সংসদের কার্যক্রম।
এর আগে অনুষ্ঠিত হওয়া ১১টি জাতীয় সংসদের মধ্যে– প্রথম জাতীয় সংসদের মেয়াদকাল ছিল ২ বছর ৬ মাস। দ্বিতীয় সংসদের মেয়াদ ছিল ৩ বছর। তৃতীয় সংসদের মেয়াদ ছিল ১৭ মাস। চতুর্থ মেয়াদ ছিল ২ বছর ৭ মাস। পঞ্চম সংসদের মেয়াদ ছিল ৪ বছর ৮ মাস। ষষ্ঠ সংসদের মেয়াদকাল ছিল মাত্র ১১ দিন। আর সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ তার নির্ধারিত ৫ বছরের মেয়াদকাল পূর্ণ করতে পেরেছিল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় চলতি ২০২৪ সালের ৭ জানুয়ারি। এতে দেশের ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল ভোটে অংশ নেয়। নির্বাচন বর্জন করে বিএনপিসহ ১৬টি নিবন্ধিত দল। দেশে এর আগে অনুষ্ঠিত ১১টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৫ বার জয়লাভ করে। আর বিএনপি ৪ বার ও জাতীয় পার্টি ২ বার জয়ী হয়ে সরকার গঠন করে।
বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোর মধ্যে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়ে, যা সর্বোচ্চ ৮৭ শতাংশ। অন্যদিকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়ে। ওই নির্বাচনে ভোট পড়ে ২৬.৫ শতাংশ। আর সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়ে ৪১.৮ শতাংশ।
সমাপ্ত হওয়া দ্বাদশ সংসদের যাত্রা শুরু হয় গত ১০ জানুয়ারি ২০২৪ সালে। এবারই প্রথম সর্বোচ্চ ৬২ জন সংসদ সদস্যসহ নির্বাচনে বিজয়ী ২৯৮ জন নির্বাচিত সংসদ সদস্য শপথগ্রহণ করেন। ওই দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ওই দিন একাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। আর এর মধ্য দিয়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪–দলীয় জোট চতুর্থ বারের মতো সরকার গঠন করে। সেই হিসাবে বিগত এই সংসদের মেয়াদকাল মাত্র ২১০ দিন বা ৬ মাস ২৮ দিন। আর গত ৩০ জানুয়ারি প্রথম এই সংসদ অধিবেশন শুরুর দিন থেকে বাজেট অধিবেশন শেষ হওয়া পর্যন্ত এ সংসদের অধিবেশন কার্যদিবস ছিল মাত্র ৪৭টি।
দ্বাদশ জাতীয় সংসদের মোট ৪৭টি কার্যদিবসের মধ্যে প্রথম অধিবেশনে কার্যদিবস ছিল ২২টি, দ্বিতীয় অধিবেশনের কার্যদিবস ছিল ৬টি এবং তৃতীয় বা প্রথম বাজেট অধিবেশনের কার্যদিবস ছিল ১৯টি। গতকাল বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের সব কার্যক্রম বিলুপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
দ্বাদশ জাতীয় সংসদ টিকল মাত্র ২১০ দিন
Description
মাত্র ২১০ দিন ও ৪৭ কার্যদিবসেই সমাপ্তি ঘটল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের। এই অধিবেশন শুরু হয়েছিল গত ৩০ জানুয়ারি...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo