আওয়াজ ডেস্ক: শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশসহ রাজধানীর অন্তত আটটি গণমাধ্যম কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারী জনতা। এ ছাড়া একাধিক টেলিভিশনের গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৫ আগস্ট) বিভিন্ন সময়ে একাত্তর টিভি, সময় টেলিভিশন, ইনডিপেনডেন্ট টেলিভিশন, ডিবিসি নিউজ, এটিএন বাংলা, এটিএন নিউজ, মাইটিভি ও দৈনিক আমাদের নতুন সময় সহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।
জানা গেছে, দুপুরের পর বারিধারায় বেসরকারি টেলিভিশন একাত্তর ও মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা নিরাপত্তা দেয়াল ভেঙে অফিসে ঢুকে যান। তারা ক্যামেরাসহ জিনিসপত্র নিয়ে যান। হামলাকারীরা ওই ভবনের ছয়তলা থেকে কম্পিউটার নিয়ে যাওয়ার পাশাপাশি আগুনও ধরিয়ে দেন।
তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা । এ সময় বিক্ষুব্ধ জনতা ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা আটকে
এদিকে বাংলামোটরে সময় টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়েছে। কারওয়ান বাজারে এটিএন বাংলার সামনে রাখা একাধিক গাড়ি ভাঙচুর করে আগুন দরিয়ে দেয়া হয়। এটিএন বাংলা কার্যালয়ের ভেতরে ঢুকে স্টেশনে হামলা চালান উত্তেজিত জনতা। কারওয়ান বাজারে আরেক গণমাধ্যম এটিএন নিউজের সামনে রাখা গাড়িতেও আগুন দেওয়া হয়। একপর্যায়ে কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে।
এ ছাড়া মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভবনে হামলা হয় সন্ধ্যা পৌনে ৬টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধরা ডিবিসি ভবন লক্ষ্য করে ঢিল ছোড়েন। তাদের মধ্যে কেউ কেউ লাথি মেরে ভবনের গেট ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে কয়েকজন ভেতরে ঢুকলেও আশপাশের লোকজন তাদের নিবৃত্ত করেন।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
গণমাধ্যম কার্যালয়ে হামলা-ভাঙচুর
Description
শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশসহ রাজধানীর অন্তত আটটি গণমাধ্যম কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারী জনতা...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo