সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আনসারদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪, ০৯:২৫ অপরাহ্ণ
আনসারদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ

আওয়াজ ডেস্ক: বিক্ষোভকারী আনসার সদস্যরা আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এ বিক্ষোভের কারণে আবার অবরুদ্ধ হয়ে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ রোববার দুপুর ১২টার পর সচিবালয়ের সামনে ও অন্য গেটগুলোর সামনে অবস্থান নেন বিক্ষোভকারী আনসাররা। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছেন না। পাঁচটি ফটকই বন্ধ করে রাখতে হয়েছে।

এদিকে সব কটি গেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন কাজে আসা অনেকে বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করছেন।

চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাঁদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।

 

For more information

আরো দেখুন|

Summary
আনসারদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ
Article Name
আনসারদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ
Description
বিক্ষোভকারী আনসার সদস্যরা আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এ বিক্ষোভের কারণে আবার অবরুদ্ধ হয়ে পড়েছেন সচিবালয়ের...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo