সমাবেশে ছাত্রনেতাদের বক্তব্য, এখন যদি এই আউটসোর্সিং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের স্থায়ী নিয়োগ দেওয়া হয়, তবে আগামী বেশ কয়েক বছর তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগের সম্ভাবনা বন্ধ হয়ে যাবে। কাজেই চুক্তির মেয়াদ শেষ হলে বিগত সরকারের এই দলীয় কর্মী ও ক্যাডারদের চাকরির অবসান করতে হবে।
ছাত্রনেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল মেধার মূল্যায়নের ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ প্রদান। তাঁরা আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে কোনো বৈষম্য ও দুর্নীতি চলবে না। গত জুলাই থেকে নিয়োগ পরীক্ষা বন্ধ রয়েছে। আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে নিয়োগ পরীক্ষা চালু করে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের চাকরির সুযোগ দিতে হবে।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা শোভাযাত্রা করে মৎস্য ভবন পর্যন্ত গিয়ে তাঁদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।