দুপুরে ইসকন মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়া আমাদের পরিষ্কারভাবে বলেছেন, বিএনপি সংখ্যালঘু বলে কোনো শব্দে বিশ্বাস করে না। কারণ, বাংলাদেশের সংবিধান সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক—সব ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে। বাংলাদেশের সীমান্তের মধ্যে যারা বসবাস করে, তাদের সবাইকে সমানভাবে দেখতে হবে। এটি নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়। যারা রাজনীতি করে, সমাজনীতির সঙ্গে যুক্ত, সবার দায়িত্ব।’