সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে: আমীর খসরু

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে: আমীর খসরু

আওয়াজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই সমর্থন দিচ্ছি। কারণ, যেসব মৌলিক কাঠামো ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে একটি ট্র্যাকে আনতে হবে। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

আজ রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি কথাগুলো বলেন। এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরের প্রবর্তক মোড়ে ইসকন মন্দির পরিদর্শন করেন। মন্দিরের অধ্যক্ষের সঙ্গে কথা বলে সার্বিক অবস্থার খোঁজখবর নেন। পরে তিনি আসকার দিঘির পাড়ের রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলনে ছাত্র–জনতার ওপর নির্বিচার যেভাবে গুলি করা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাঁরা যে এখনো বেঁচে আছেন, এটি আশ্চর্যের ব্যাপার। অনেকের অবস্থা এখনো জটিল, কঠিন সময় যাচ্ছে। তাঁদের পরিবারের কাজকর্ম সব বন্ধ। তাঁরা তো সবাই এখন বিচারের অপেক্ষায়। আমার রাজনৈতিক জীবনে মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আর এ ধরনের নির্বিচার গুলি করে হত্যাকাণ্ড চলেছে।’

Summary
অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে: আমীর খসরু
Article Name
অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে: আমীর খসরু
Description
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই সমর্থন দিচ্ছি। কারণ, যেসব মৌলিক কাঠামো...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo