সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পাঁচ উপদেষ্টার সঙ্গে আনসার সদস্যদের জরুরি বৈঠক

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪, ০৯:৫০ অপরাহ্ণ
পাঁচ উপদেষ্টার সঙ্গে আনসার সদস্যদের জরুরি বৈঠক

আওয়াজ ডেস্ক: পাঁচ উপদেষ্টা এবং আনসার বাহিনীর দশ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রোববার রাত ৮টায় এ বৈঠক শুরু হয়৷

জানা গেছে, এ বৈঠকে যোগ দিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার। এ ছাড়া অপর এক উপদেষ্টার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি৷

জানা গেছে, আনসার সদস্যদের দাবি নিয়ে এ বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে৷আনসার বাহিনীর দাবি মেনে নিতে সরকারের কিছুটা সময় লাগবে বলেও এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে৷এ ছাড়া জাতীয়করণ করতে আইনি প্রক্রিয়া এবং সংকট নিয়েও আলোচনা হওয়া কথা।

 

For more information

আরো দেখুন|

Summary
পাঁচ উপদেষ্টার সঙ্গে আনসার সদস্যদের জরুরি বৈঠক
Article Name
পাঁচ উপদেষ্টার সঙ্গে আনসার সদস্যদের জরুরি বৈঠক
Description
পাঁচ উপদেষ্টা এবং আনসার বাহিনীর দশ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo