শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি নোটিশও দিয়েছে হল প্রশাসন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. দিপীকা রাণী বিষয়টি নিশ্চিত করেছেন। হল প্রভোস্ট বলেন, যারা হলে থাকতে চায় তারা থাকতে পারবে। আর যারা চায় না তারা চলে যেতে পারবে। হলের গ্যাস, পানি, বিদ্যুৎ স্বাভাবিক থাকবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়তে ও বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হল ছাড়ার এ নির্দেশের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এ সময় হল প্রভোস্টকে তার কক্ষে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।
এ সময় ছাত্রীরা- ‘প্রশাসনের সিদ্ধান্ত মানি না’, ‘মানবো না, হল কারো বাপের না, ‘হল আমাদের ঠিকানা, হল আমরা ছাড়বো না’সহ নানা শ্লোগান দিতে থাকে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। এক ধরনের বাধ্য করা হচ্ছে হল ছাড়ার জন্য।
For more information
আরো দেখুন|
Summary
Article Nameজবির হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
Descriptionশিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ...
Author sylheterawaz24
Publisher Name sylheterawaz24
Publisher Logo