আওয়াজ ডেস্ক: ৯ মাসের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমিক আন্তসীমান্ত সংঘাত চলছে। এই সময়ে ইসরায়েলে হামলা চালাতে নানা অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ।
বিশ্বের অন্যতম অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভান্ডারে বিপুল অস্ত্রশস্ত্র আছে। বলা হয়ে থাকে, অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লাহর কাছেই সবচেয়ে বেশি অস্ত্রের মজুত আছে।
হিজবুল্লাহর দাবি, সংগঠনটির ভান্ডারে যে অস্ত্রশস্ত্র আছে, তার খুব সামান্যই তারা এ পর্যন্ত ব্যবহার করেছে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী, ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কাছে ১ লাখ ৫০ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট আছে।
হিজবুল্লাহ বলছে, সংগঠনটির কাছে এমন রকেট আছে, যা ইসরায়েলের সর্বত্র আঘাত আনতে সক্ষম। এ ছাড়া হিজবুল্লাহর কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। আছে ড্রোন, ট্যাংক, যুদ্ধবিমান ও জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
হিজবুল্লাহর প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী আঞ্চলিক শক্তি ইরান। গোষ্ঠীটির অনেক অস্ত্র ইরান, রাশিয়া ও চীনা মডেলের।
হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ২০২১ সালে বলেছিলেন, তাঁর সংগঠনের এক লাখ যোদ্ধা আছে।
অবশ্য সিআইএর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক বলছে, ২০২২ সালের হিসাব অনুযায়ী, হিজবুল্লাহর প্রায় ৪৫ হাজার যোদ্ধা রয়েছে। এর মধ্যে প্রায় ২০ হাজার সার্বক্ষণিক যোদ্ধা হিসেবে নিয়োজিত।
হিজবুল্লাহ ২০০৬ সালে প্রথম প্রমাণ করে, তাদের কাছে জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে। সে সময় উপকূল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে ইসরায়েলি একটি যুদ্ধজাহাজে আঘাত করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। এতে চার ইসরায়েলি নিহত হয়। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
২০০৬ সালের যুদ্ধের পর হিজবুল্লাহ নিজেদের অস্ত্রাগারে রাশিয়ার তৈরি ইয়াখন্ত নামের জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্ত করে বলে জানায় সূত্র। এ ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তবে এই অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত করেনি হিজবুল্লাহ।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
হিজবুল্লাহর ভান্ডারে যেসব অস্ত্র আছে
Description
৯ মাসের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমিক আন্তসীমান্ত সংঘাত চলছে। এই সময়ে ইসরায়েলে হামলা...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo