সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ নাগরিকদের জন্য ভিসা স্থগিত করলো ওমান

Stuff
প্রকাশিত নভেম্বর ১, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ নাগরিকদের জন্য ভিসা স্থগিত করলো ওমান

আওয়াজ ডেস্ক:: বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) এ ঘোষণা দেয়  রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সংস্থাটি জানিয়েছে, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমস এ খবর জানিয়েছে।

আরওপি নিশ্চিত করেছে, ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।
এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন করতে পারতেন। কিন্তু এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় আবার চাইলে আসতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না।
এক বিবৃতিতে আরওপি বলেছে, নীতি পর্যালোচনার আওতায় আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য।
এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।