সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে হরতাল সহিংসতার ৫ মামলায় ৫৩৯ আসামি; গ্রেফতার ৮

Stuff
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ
সিলেটে হরতাল সহিংসতার ৫ মামলায় ৫৩৯ আসামি; গ্রেফতার ৮
আওয়াজ ডেস্ক:: সিলেটে হরতাল চলাকালে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, সড়কে যান চলচলে বাধা বিঘ্নতার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এ মামলায় ৬৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৪৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, এসএমপির এয়ারপোর্ট থানায় একটি, জালালাবাদ থানায় একটি, দক্ষিণ সুরমা থানা একটি, কোতোয়ালি থানায় দুইটি মামলা দায়ের করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধের ঘটনায় পাঁচটি মামলায় ৫৩৯ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।