স্টাফ রিপোর্টার: সিলেটে মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলার আসামি ও ছাত্রলীগ কর্মী নাজিম আহমদকে ৫দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। ইতিমধ্যে তাকে রিমান্ডে নেয়ার আবেদনও করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিলেট সদর উপজেলার শিবের বাজারে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ নাজিম আহমদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান তাকে বলেন, তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়। তার রিমান্ড আবেদন এখনো মঞ্জুর হয়নি। সে ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলে জানান তিনি। তার বিরুদ্ধে জালালাবাদ থানা ছাড়াও অন্যান্য থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত নাজিম আহমদ জালালাবাদ থানার মইয়ারচর নয়া কুরমখলার তছির উদ্দিনের ছেলে। মহানগর ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, নাজিমের বিরুদ্ধে চিনি, বর্ডার হয়ে আসা অন্যান্য অবৈধ পণ্য পাচার করার অভিযোগে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া, সিলেট নগরীতে ছিনতাইকারীদের গ্রুপ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সর্বশেষ গত ১০ জুলাই মইয়ারচর নয়াকুরুমখলার ইফতেখার হোসেন ইফতির বাসা থেকে তার জিক্সার মনটোন মডেলের মোটরসাইকেল চুরি হয়।
এ ঘটনায় ১৭ জুলাই নাজিমকে সন্দেহভাজন আসামি করে মামলা করে ইফতি। গত শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে নাজিমকে গ্রেফতার করে।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
পুলিশ ৫ দিনের রিমান্ডে নিতে চায় সিলেটের নাজিমকে
Description
সিলেটে মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলার আসামি ও ছাত্রলীগ কর্মী নাজিম আহমদকে ৫দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। ইতিমধ্যে তাকে রিমান্ডে নেয়ার...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo