আওয়াজ ডেস্ক:: সিলেটের নর্দমা থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ দিকে এমসি কলেজের ছাত্রাবাসের পাশের নর্দমা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ বশত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি বস্তা ভর্তি খন্ড-বিখন্ড লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ।