সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে হলে আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪, ০৭:০৮ অপরাহ্ণ
দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে হলে আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে

স্টাফ রিপোর্টার: সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়কারী, সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো চিফ রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে হলে, প্রথমেই আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে। নতুন ধারায় দেশ বিনির্মাণে দেশে সাম্প্রতিক ছাত্র-জনতার গণবিপ্লব থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে গনতান্ত্রিকভাবে যে দল আগামীতে ক্ষমতায় আসবে তাদেরকে সবাইকে নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দেশ বিরোধী শক্তি ও লুটেরা ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ী ও ধর্মীয় উপাসনালয়ে হামলা করে ছাত্র-জনতার ওপর দায় চাপাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে।

সিলেট সোসাইটি স্টুডেন্টস ইউনিটির উদ্যোগে আয়েজিত জনগণের মধ্যে সচেতেনতা তৈরীর লক্ষে ১১ আগস্ট রোববার দিনব্যাপী সিলেট মহানগরীতে প্রচার অভিযানের শুরুতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সিলেট ইউনিটির ভারপ্রাপ্ত আহবায়ক জুলকার নাইন সাইরাসের সভাপতিতে¦ ও সদস্য সচিব তাওহীদ জাহান চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সম্প্রচার বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আহমদ কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, স্টুডেন্ট ইউনিটের জাহেদ খান, সাইফুর রহমান স্বাধীন, জিহান আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ, ফারদিন খান তানভীর, জুবায়ের রোমান, আখলাকুজ্জামান লাহিন, কায়েস আহমদ রাব্বী, জহিরুল ইসলাম রাব্বি প্রমুখ।

 

For more information

আরো দেখুন|

Summary
দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে হলে আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে
Article Name
দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে হলে আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে
Description
সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়কারী, সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo