সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চার দফা দাবিতে সিলেটে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ণ
চার দফা দাবিতে সিলেটে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চার দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম, সিলেট মহানগর শাখা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় নগরীর কোর্টপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আব্দুশ শহীদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক মো বোরহান উদ্দিন এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমেদ।

এসময় তিনি বলেন, গত জুলাই-আগস্ট মাসে স্বৈরাচার, জালিম, খুনি সরকার কর্তৃক গণহত্যাসহ ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল গণহত্যার বিচার করতে হবে এবং বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণকামী একটি নতুুন শিক্ষা কারিকুলাম প্রনয়ণ করতে হবে ।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব নজির আহমেদ, ইসালমি আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডা রিয়াজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম এর সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইমাদ উদ্দিন, সহসভাপতি শাহজালাল মডেল স্কুল এর প্রধান শিক্ষক মাওলানা মতিউর রহমান খান, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো শাহীন আলম, প্রভাষক রাশেদুল ইসলাম, প্রভাষক মোজাফফর হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম এর দপ্তর সম্পাদক প্রভাষক আবু তালহা পাপ্পু, প্রভাষক সাকিব আহমেদ, ইসলামি যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, ইসলামি ছাত্র আনদোলনের জেলা সভাপতি আরিফুর রহমান শামীম, আল বাবুর রহমান চৌধুরী, উলামা মাসায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম প্রমুখ।

 

For more information

আরো দেখুন|

Summary
চার দফা দাবিতে সিলেটে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন
Article Name
চার দফা দাবিতে সিলেটে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন
Description
গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চার দফা দাবিতে মানববন্ধন...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo