স্টাফ রিপোর্টার: ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেটের কোতোয়ালি থানা থেকে লুট হওয়াা মালামাল ফেরত দেওয়া হয়েছে। সিলেট নগরীর কুয়ারপার এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করে লুট হওয়া মালামাল উদ্ধার করে কোতোয়ালি থানার ওসি মো. নুনু মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এসব মালামাল হস্তান্তর করা হয়। এসবের মধ্যে রয়েছে- ৩টি মোটরসাইকেল, কারতুজ ১টি, ল্যাপটপ ১টি, জেনারেটর ১টি, মোবাইল ফোন ৪টি, প্লাস্টিকের লাটি ২টি, পুলিশের জুতা ২ জোড়া ইত্যাদি।
এদিকে সিলেট মেট্রোপলিটন এলাকায় লুট হওয়া ৭৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ বাহিনী ১৭টি অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এসএমজি , চায়না রাইফেল, পিস্তল, শর্টগান এবং গ্যাস গান।
Summary
Article Name
কোতোয়ালি থানার লুট হওয়া মালামাল ফেরত
Description
৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেটের কোতোয়ালি থানা থেকে লুট হওয়াা মালামাল ফেরত দেওয়া হয়েছে। সিলেট নগরীর কুয়ারপার...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo