জকিগঞ্জ প্রতিনিধি:: দীর্ঘ দুই বছর আটগ্রাম টু জকিগঞ্জ রাস্তার বেহাল অবস্হা থাকার পর গত ২৬ আক্টোবর আটগ্রাম টু জকিগঞ্জ রাস্তার কাজের যাত্রা শুরু হয়।
কিন্তু ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এই রাস্তার কাজ। ২ মাস কাজের পর মাত্র ২ কিঃমি কাজ হয়েছে। যার ফলে মানুষের দুর্ভোগ কমছে না ।
ড্রাইভাররা বলেন, প্রতি মাসে গাড়ি সার্ভিস করতে হয় লাগে অনেক টাকা। সারা মাসে ইনকামই হয় না এতো টাকা।
স্হানীয়রা বলেন, যতো দ্রুত সম্ভব এই রাস্তার মেরামত কাজ যেনো শেষ হয়।
এদিকে এলজিইডি এর সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম ২০২৩/২০২৪ অর্থ বছরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ রয়েছে।