সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের সবার

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের সবার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দরা এক মতবিনিময় সভা করেছেন। বুধবার (৭ আগস্ট) দুপুরে পৌর শহরের সাফরন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমীর মো. এমাদুল ইসলাম।

এতে উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রামতলা জামেয়া মাদ্রাসার সুপার ইসলাম উদ্দিন, জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল, উপজেলা জামায়াতের শুরা সদস্য আব্দুল মুহাইমিন, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুস সামাদ, পূজা উদযাপন পরিষদের বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত পাল, সহ সভাপতি এপিপি গোপাল দত্ত, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন চক্রবর্ত্তী, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রকৃতি চৌধুরী, বড়লেখা হাজীগঞ্জ বাজার কমিটির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, ৫ নং খাসিয়া পুঞ্জির মান্ত্রী (হেডম্যান) কেনেডি সুমের, প্রধান শিক্ষক মঞ্জু লাল দাস, গিতেশ দাস প্রমুখ।

সভায় জামায়াত নেতৃবৃন্দরা বলেন, আমরা সবাই এদেশের নাগরিক। এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। তাই দেশের সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মাঝে যে চমৎকার সম্প্রীতি রয়েছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

For more information

আরো দেখুন|

Summary
‘ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের সবার’
Article Name
‘ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের সবার’
Description
মৌলভীবাজারের বড়লেখায় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দরা এক মতবিনিময় সভা...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo