স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে মৌলভীবাজারের বড়লেখায় সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণমাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানার দেশ ছেড়ে যাওয়ার খবর প্রচারের পর সাধারণ জনতা উপজেলার বিভিন্ন অলিগলি থেকে প্রধান সড়কে নেমে উল্লাস করতে থাকেন। হাতে লাঠিসোঁটা ও জাতীয় পতাকা নিয়ে নানা বয়সের মানুষ দৌড়াদৌড়ি করতে থাকেন। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করাতেও দেখা যায়। এর মধ্যে কয়েক শ বিক্ষুব্ধ জনতা দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া বিকেলে পাঁচটার দিকে বিক্ষুব্ধ জনতা সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে কেউ হতাহত হয়নি। তবে আগুনে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়ি ও ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন বাড়ির সবগুলো কক্ষ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের দক্ষিণভাগ বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এছাড়া বিক্ষুব্ধ জনতা থানা ভবন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ইটপাটকেলও নিক্ষেপ করেছে।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
বড়লেখায় এমপি শাহাব উদ্দিন ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন
Description
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে মৌলভীবাজারের বড়লেখায় সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo