আওয়াজ ডেস্ক: আলটপকা মন্তব্য করে বিতর্ক তৈরিতে তাঁর জুরি নেই। ইদানীং সবাইকে অবাক করে একটু মেপে কথা বলছিলেন। কিন্তু নামটা যেহেতু কঙ্গনা রনৌত, কত দিনই আর চুপ থাকবেন! সম্প্রতি রাজ সামানির পডকাস্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই বলিউড তারকাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। খবর হিন্দুস্তান টাইমসের প্রায়ই বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা।