ব্যতিক্রম হবে না সিলেটেও। জেলার সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি এ নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। সরকারি নির্দেশনার কপিটি জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুকে প্রকাশ করা হয়েছে।
এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা ও হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।