আওয়াজ ডেক্স: ইউক্রেনে রাশিয়ার বিজয়কে ‘সবচেয়ে বড় ঝুঁকি’ হিসেবে দেখছে ন্যাটো জোট।
কারণ এর ফলে সংঘর্ষ কয়েক দশক ধরে চলবে বিশ্বব্যাপী, সবাইকে তা নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। খবর রুশ বার্তাসংস্থা তাসের।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ন্যাটোর বার্ষিক সম্মেলনে মঙ্গলবার (৯ জুলাই) জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ এসব তথ্য বলেন।
এ সময় তিনি বলেন, কোনো ভাবেই ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে জয়ী হতে দেয়া যাবে না। এতে সবচেয়ে বড় খরচ এবং সবচেয়ে বড় ঝুঁকিতে পরবে ন্যাটো জোট। আমরা সেটা কোনভাবেই হতে দিতে পারি না।
ন্যাটোর শীর্ষ সম্মেলনে স্টেলটেনবার্গ আরো বলেন, এ অঞ্চলে রাশিয়ার বিজয়- ইরান, উত্তর কোরিয়া এবং চীনের কর্তৃত্ববাদী নেতাদের আরো বেশি উসকে দেবে। কারণ তারা সবাই রাশিয়াকে অব্যাহতভাবে সমর্থন করছে। তারা সবাই চায় ন্যাটো যেকোনো ভাবে ব্যর্থ হোক।
এই যুদ্ধের ফলাফলের নেতিবাচক প্রভাব কয়েক দশক ধরে বৈশ্বিক নিরাপত্তার ওপরও পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন ন্যাটো মহাসচিব।
তিনি জোটের সব সদস্যদের ইউক্রেনকে আরো বেশি করে সমর্থন করার আহ্বান জানান। যদিও জোটে কিয়েভের সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিষয়ে বৈঠকে কোন কিছুই উল্লেখ করেননি তিনি।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
'রাশিয়ার বিজয়ে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে ন্যাটো': ন্যাটো মহাসচিব
Description
ইউক্রেনে রাশিয়ার বিজয়কে ‘সবচেয়ে বড় ঝুঁকি’ হিসেবে দেখছে ন্যাটো জোট।
কারণ এর ফলে সংঘর্ষ কয়েক দশক ধরে চলবে বিশ্বব্যাপী...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo