আফগানিস্তানের তালেবান সরকারকে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এই স্বীকৃতি না দেওয়ার পেছনে নারীদের প্রতি তালেবান সরকার আরোপিত বিভিন্ন বিধিনিষেধ একটি বড় বিষয় হিসেবে কাজ করছে।
আফগানিস্তানের তালেবান সরকার তাদের নীতি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে।
কূটনৈতিক সূত্র জানায়, রিচার্ডকে আফগানিস্তানে প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়ে কয়েক মাস আগে তালেবান সরকার সিদ্ধান্ত নেয়। তখন তারা বলে, এই সিদ্ধান্তের সঙ্গে মানবাধিকারের বিষয় জড়িত নয়। বরং এই সিদ্ধান্ত ব্যক্তি রিচার্ডকে লক্ষ্য করে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ এ-সংক্রান্ত খবর প্রকাশ করে।
রিচার্ডকে আফগানিস্তানে ঢুকতে অনুমতি না দেওয়ার বিষয়ে তালেবান সরকারের মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেন, প্রচারণা (প্রোপাগান্ডা) ছড়ানোর জন্যই তাঁকে আফগানিস্তানে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এমন মানুষ নন, যাঁর কথা তাঁরা বিশ্বাস করতে পারেন।
জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, রিচার্ড তিলকে তাল বানিয়ে প্রচার করেছেন।