আওয়াজ ডেস্ক: ইসমাইল হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় তাঁর নিহত হওয়ার খবর আজ বুধবার সকালে জানা গেছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। গতকাল মঙ্গলবার ওই অনুষ্ঠানে অংশও নেন তিনি।
তবে শুধু ইসমাইল হানিয়া নন, গত কয়েক দশকে বিভিন্ন হামলায় হামাসের বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকটি হামলায় সরাসরি ইসরায়েল জড়িত।
আসুন, একনজরে সেসব হত্যা সম্পর্কে জেনে নিই—
জানুয়ারি, ১৯৯৬: ফিলিস্তিনের গাজায় এক হামলায় নিহত হন হামাসের সামরিক শাখার নেতা ইয়াহিয়া আয়াশ। ইসরায়েল ওই হামলা চালিয়েছিল।
মার্চ, ২০০৪: হামাসের প্রতিষ্ঠাতা ও প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ আহমেদ ইয়াসিন ফিলিস্তিনের গাজায় নিহত হন। ওই হামলার পেছনেও দায়ী ছিল ইসরায়েল।
এপ্রিল, ২০০৪: শেখ আহমেদ ইয়াসিনের উত্তরসূরি ও হামাসের সহপ্রতিষ্ঠাতা আবদেল আজিজ আল–রানতিসি গাজায় নিহত হন। তিনি মারা যান ইসরায়েলি হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে।
জানুয়ারি, ২০২৪: হামাসের জ্যেষ্ঠ নেতা সালেহ আল–অরোওরি লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন।
জুলাই, ২০২৪: ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তবে এই হামলার পেছনে কে জড়িত, সেটা এখনো জানা যায়নি।
হানিয়ার হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক আজ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাটা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে।’
For more information
আরো দেখুন|
Summary
Article Name
ইসমাইল হানিয়া ছাড়াও হামাসের যেসব নেতা হামলায় নিহত হয়েছেন
Description
ইসমাইল হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় তাঁর নিহত হওয়ার খবর আজ বুধবার সকালে...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo