সিলেট ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে দীর্ঘস্থায়ী বন্যা-পানিবাহী রোগের শংকায় নগরবাসী

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ
সিলেটে দীর্ঘস্থায়ী বন্যা-পানিবাহী রোগের শংকায় নগরবাসী

সিলেট নগরীর প্রানকেন্দ্র বন্দর বাজার সংলগ্ন কালীঘাট কামালগড় মাদানি সিটি আবাসিক এলাকার পাশে অবস্থান বেশ কিছু বস্তী এলাকা। এরকমই একটি বাসার পানিবন্দি অবস্থায় তোলা ছবি পাঠকের জন্য প্রতিবেদনে সন্নিবেশিত করা হয়েছে। আসল বিষয় হলো এবারের পানি ২০২২ সালের তুলনায় মারাত্মক সংকট তৈরি করেছে। পানি কমছেইনা। আবার পানি দিন দিন দূষিত হচ্ছে এবং পানিবাহি রোগের আশংকা দেখা দিয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য উপলব্ধি, এবারের পানি বন্দি বানভাসি মানুষের তেমন খোঁজ খবর নিতে জনপ্রতিনিধিদের ভূমিকা হতাশাজনক। মেয়র মহোদয় যুক্ত রাজ্যে দু-দফা অবস্থান করার ফলে কাউন্সিলরগনও নিরব ভূমিকা পালন করেন। অন্যদিগে সরকারের সাথে সংশ্লিষ্ট সংসদগনও আশা জাগানোর মতো কোন ভুমিকা রাখার খবর চোখে পড়েনি। এদিকে বৃষ্টি থামছেনা অন্যদিকে প্রখর গরমে আটকে পড়া পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।  আর এখানেই নগরবাসী দূষিত পানি থেকে রোগ ছড়ানোর শংকায় শঙ্কিত। আল্লাহ তায়ালার উপর ভরসাই নগরের বাসিন্দাদের গন্তব্য নয় কি ?