সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

মাধবপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ০৭:৩১ অপরাহ্ণ
মাধবপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার পরদিন পুকুরে ভেসে উঠলো সাইফুল ইসলামের (১০) নামে শিশুর মরদেহ। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামের মোঃ সোয়াব মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম ৩ নভেম্বর দেওগাওস্থ ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সাইফুলের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।

এ অবস্থায় সোমবার (৪ নভেম্বর) সকালে দেওগাও সাহেব বাড়ির পুকুরে সাইফুলের মরদেহ ভেসে থাকার কথা লোকমুখে জানতে পারেন সোয়াব মিয়া।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম দেওগাও গিয়ে সাইফুলের মরদেহের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।

 

 

For more information

আরো দেখুন|