হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছকে কারাগারের অভ্যন্তরে ছুরিকাঘাতের মামলার আসামি ইলিয়াছ মিয়া ওরফে ছোটনকে অন্য আরেকটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। একইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের পেশকার বাবলু আহমেদ হত্যা মামলার বরাতে জানান, ইলিয়াছ ২০১১ সালের ১৬ এপ্রিল হবিগঞ্জের বাহুবল উপজেলায় অটোরিকশাচালক আব্দুল্লাহ মিয়াকে ভাড়া নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাত করে হত্যা করেন। খুন হওয়া আব্দুল্লাহ বাহুবলে ইসলামাবাগ গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত ব্যক্তির ভাই ইলিয়াছের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ইলিয়াছের দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছিলেন। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।
এদিকে, ইলিয়াছ শায়েস্তাগঞ্জ উপজেলায় আলোচিত সুজন হত্যাসহ আরও কয়েকটি মামলার আসামি। ২০১৪ সালে কিছুদিন ভারতে পালিয়ে থাকার পর দেশে ফিরে গ্রেপ্তার হন তিনি।
২০১৫ সালে হবিগঞ্জ জেলা কারাগারের ভেতর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছকে ছুরিকাঘাত করে ইলিয়াছ। এ মামলায় গত ২০২৩ সালের ২৩ জুলাই আদালত ইলিয়াছকে দেড় বছর কারাদণ্ডের আদেশ দেন।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
কারাগারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা আসামির মৃত্যুদণ্ড
Description
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গউছকে কারাগারের অভ্যন্তরে ছুরিকাঘাতের মামলার আসামি ইলিয়াছ মিয়া ওরফে...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo