জকিগঞ্জ প্রতিনিধি: ২০২১ সালের ৩০ শে জানুয়ারী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পৌরসভার নির্বাচন অনুষ্টিত হয়েছিল।
নির্বাচনের সাড়ে ৩ বছর পর বিজয়ী মেয়র ফারুক আহমদ মেয়র হিসাবে দায়িত্ব পান।
২০২১ সালে জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে ২ ভোটে তালগাছ মার্কার প্রতিনিধি আব্দুল আহাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।জগ মার্কার প্রতিনিধি ফারুক আহমদ ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুন:গণনার দাবি জানান।
মেয়র ফারুক আহমদ বলেন, আমার বিজয় নিশ্চিত ছিল তবে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সাদমান সাকিব অবৈধ পন্থায় আব্দুল আহাদকে বিজয়ী ঘোষণা করেন। তখন সাথে সাথে অভিযোগ করি। সমাধান না পেয়ে পুনরায় সিলেট কোর্ট ও সর্বশেষ হাইকোর্টে রিট করি। তারপর গত ১৩ জুন ২০২৪ সালে আমাকে ৬ ভোটে বিজয়ী ঘোষণা করে শপথ গ্রহণের জন্য চিঠি প্রদান করা হয়।
মেয়র ফারুক আহমদ গত ১৩ই আগস্ট রোজ মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে শপথ গ্রহণ করে ১৪ আগস্ট রোজ বুধবার জকিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে নেন।
মেয়র ফারুক আহমদের মেয়াদকাল নিয়ে প্রশ্ন ওঠলে তিনি বলেন, আমাকে সম্পূর্ণ ৫ বছর মেয়াদ দিতে হবে কারণ সংবিধানে রয়েছে শপথ গ্রহণের পর থেকে ৫ বছর দেওয়া হয়ে থাকে। সেই সাথে এই ভোগান্তি ও ক্ষয়ক্ষতির সুষ্ট বিচার চাই।
সাধারণ মানুষজন মেয়র ফারুক আহমদের বিজয়ে বেশ আনন্দ উল্লাস প্রকাশ করেন এবং বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।