সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

২০২৩-২৪ অর্থ বাজেট ঘোষণা করতে যাচ্ছেন মেয়র আরিফ!

Stuff
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ
২০২৩-২৪ অর্থ বাজেট ঘোষণা করতে যাচ্ছেন মেয়র আরিফ!

আওয়াজ প্রতিবেদক:: সিলেট সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা হচ্ছে বৃহস্পতিবার (২৬ অক্টোবর)। ওই দিন দুপুর ১২টায় নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় কুশিয়ারা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে এই বাজেট ঘোষণা করবেন সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

যদিও আগামী ৭ নভেম্বর মেয়র হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এর আগে গত অর্থ বছরে ১ হাজার ৪০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। ওই বাজেটে প্রণয়নকৃত আয় ও ব্যয় সমপরিমাণ ছিল।

উল্লেখ্য, এ বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।

দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুই বারের মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।