সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুহেল চৌধুরীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ণ
সুহেল চৌধুরীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

আওয়াজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে সদ্য অপসারণকৃত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  সিলেট জেলা বিএনপির সহসভাপতি (বহিস্কৃত) সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিশ্বানাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।

আজ শনিবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী। তিনি সিলেটভিউকে বলেন, মামলাটি আদালতে দায়ের হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি।

জানা গেছে, গত ২২ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে এই মামলা দায়ের হয়। এতে সুহেল চৌধুরী ছাড়া জাহাঙ্গীর নামের একজনকে আসামি করো হয়েছে। আর অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ৭-৮ জন।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, সুহেল চৌধুরী আওয়ামী লীগ সরকারের ছড়া ছায়ায় বেড়ে উঠা চাঁদাবাজা লোক। তিনি বিএনপি থেকে বহিঃকৃত ও আওয়ামী লীগের চিহ্নিত দলাল। বিভিন্ন অপরাধে থানায় ১১টি মামলার আসামী। গত ১ এপ্রিল রাতে জগন্নাথপুর কারিকোনা সাকিনস্থ বায়তুল মামুর জামে মসজিদের সামনে পাকা সিলেটগামী মিনিবাসে উঠলে ১ ও ২নং আসামীসহ অজ্ঞাতনামা আসামী পূর্ব শত্রুতার জেরে লিলু মিয়াকে ঘেরাও করে ১ লক্ষ টাকা জোরপূর্বক চিনিয়ে নেয়। এবং মারধর করে। আমি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত থাকায় স্বৈরাচারী সরকারের দোষর ও প্রশ্রয়দানকারীদের ভয়ে বিএনপির লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আমার ন্যায় বিচার পাওয়া সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে অন্তবর্তীকালীন সরকার থাকায় পুলিশের নিরপেক্ষ ভূমিকার কারণে আমি আশার আলো দেখে মামলা দায়ের করলাম।

এ ব্যাপারে সুহেল আহমদ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

 

For more information

আরো দেখুন|

Summary
সুহেল চৌধুরীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
Article Name
সুহেল চৌধুরীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
Description
সিলেটের বিশ্বনাথে সদ্য অপসারণকৃত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  সিলেট জেলা বিএনপির সহসভাপতি (বহিস্কৃত) সুহেল আহমদ চৌধুরীর...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo